• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
বন্দুকযুদ্ধে এক রাতে নিহত ৮

বন্দুকযুদ্ধে এক রাতে ছয় জেলায় আটজন নিহত হয়েছেন

প্রতীকি

বাংলাদেশ

বন্দুকযুদ্ধে এক রাতে নিহত ৮

  • প্রকাশিত ২১ মে ২০১৮

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে ছয় জেলায় আটজন নিহত হয়েছেন। এসব অভিযানে বিভিন্ন পরিমাণে মাদক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশ ও র‌্যাব দাবি করেছে নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। কারো কারো বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলাও রয়েছে বলে জানিয়েছে তারা।

বন্দুকযুদ্ধে টাঙ্গাইল, রাজশাহী, ঝিনাইদহ ও নরসিংদীতে র‌্যাবের গুলিতে চারজন এবং চুয়াডাঙ্গায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। ওদিকে যশোরে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, মাদক কারবারিদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।

দেশ থেকে মাদক নির্মূলের প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অনুষ্ঠানে বলেন, জঙ্গি দমনের মত মাদক ব্যবসায়ী দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। আর এই দায়িত্ব মূলত দেওয়া হয়েছে র‌্যাবকে।

র‌্যাবের এক সংবাদ সম্মেলনে ১৪ মে  বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর তারা মাঠে নেমেছেন। মাদকের বিরদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। র‌্যাবের সংবাদ সম্মেলনের আগে ৩০ এপ্রিল কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেন, মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads