• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মন্ত্রী-সচিবরা এবার পাচ্ছেন পৌনে  এক লাখ টাকার মোবাইল সেট

মোবাইল ফোন সেট কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ হাজার টাকা

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

মন্ত্রী-সচিবরা এবার পাচ্ছেন পৌনে এক লাখ টাকার মোবাইল সেট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা, গাড়ির তেল খরচ ও মেরামত বাবদ প্রয়োজনীয় খরচা, গৃহঋণের পর মন্ত্রী-সচিবরা এবার পাচ্ছেন মোবাইল ফোন। তাও যে সে ফোন নয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। এতদিন এ জন্য তারা ১৫ হাজার টাকা পেতেন। এ ছাড়া তাদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে। এ যেন তাদের ‘মোবাইল বিলাস’। সামাজিক যোগাযোগমাধ্যমে এর তীব্র সমালোচনা হচ্ছে।

অনেকে বলেছেন, দেশের অসংখ্য শিক্ষিত বেকার এমএ পাস করেও ১৫ হাজার টাকা বেতনের চাকরি পাচ্ছে না। পরিবার থেকে গঞ্জনা শুনতে শুনতে মাদকাসক্ত হয়ে পড়ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিব প্রত্যেককে মোবাইল ফোন সেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া  সভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল। মূলত, সেটাকে রেখে আইন আকারে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, এ ধরনের একটি নীতিমালা আগেও ছিল, ২০০৪ সালে তা সমন্বিতভাবে করা হয়। ২০১৭ সালে নতুন একটি খসড়া তৈরি হয়, পরীক্ষা-নিরীক্ষা করে সেটাই এখন চূড়ান্ত করা হলো। তিনি বলেন, আগের নীতিমালায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের মোবাইল ফোন কেনার জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ ছিল। এবার তা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এটা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের টেলিফোন ব্যবহার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধানের জন্য আন্তর্জাতিক রোমিং সুবিধা যুক্ত করে তাকেও এ নীতিমালায় যুক্ত করতে অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভায় সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮-এর খসড়া অনুমোদন হওয়ার ফলে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিবরা মোবাইল ফোনসেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। তারা মোবাইলে আনলিমিট কথা বলতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আনলিমিট কল করার আওতায় আনা হচ্ছে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, ডিসি, এডিসি, ইউএনও এবং ওসিদেরও।

নতুন নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা মাসে তিন হাজার ৮০০ টাকা ফোন-ভাতা পাবেন। এর মধ্যে এক হাজার ৫০০ টাকা মোবাইল ফোনের বিল। অবশিষ্ট দুই হাজার ৩০০ টাকা দিয়ে তিনি বাসার ও অফিসের বিল পরিশোধ করবেন। উপ সচিবরা দুই হাজার টাকার টেলিফোন বিল পাবেন। এর মধ্যে এক হাজার ২০০ টাকা মোবাইল ফোনের বিল। অবশিষ্ট টাকা দিয়ে তিনি বাসা ও অফিসের টেলিফোন বিল পরিশোধ করবেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও তাদের মর্যাদা অনুযায়ী টেলিফোন ও ইন্টারনেট বিল পাবেন। এখন থেকে সরকারি টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারের বিল কর্মকর্তাদের বেতনের সঙ্গে পরিশোধ করা হবে। তারা তা অপারেটরকে ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন। আগে টেলিফোন বিল সরকার বিটিসিএল অথবা প্রাইভেট অপারেটরকে পরিশোধ করত। এখন তা সরাসরি কর্মকর্তাদের পরিশোধ করা হবে।

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, পুলিশের মহাপরিদর্শক, সচিব ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং শ্রম অপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের জন্যও কোনো ব্যয়সীমা থাকবে না। অধিদফতরের প্রধান, হিসাব মহানিয়ন্ত্রক, ম্যানেজিং ডিরেক্টর, উপ মহাপুলিশ পরিদর্শক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারদের জন্য টেলিফোন মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যয়সীমা থাকবে না। মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস মাসিক এক হাজার ৬৫০ টাকা বিল পাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads