• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘ক্ষতিকর পলিথিনের আগ্রাসন বহুমুখী’

‘ক্ষতিকর পলিথিনের আগ্রাসন বহুমুখী’

প্রতীকী ছবি

বাংলাদেশ

‘ক্ষতিকর পলিথিনের আগ্রাসন বহুমুখী’

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

ক্ষতিকর পলিথিনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) খুলনার যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার সিডিপি সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, ক্ষতিকর পলিথিনের নেতিবাচক প্রভাব বহুমুখী। এটি পরিবেশ, স্বাস্থ্য, মাটির উর্বরা শক্তি, কৃষি, উদ্ভিদ প্রভৃতির জন্য মারাত্মক হুমকি। জলাবদ্ধতা ও বন্যার জন্য দায়ী পলিথিন। ক্ষতিকর পলিথিন পচনশীল না হওয়ায় গবেষণা অনুযায়ী এর আয়ু হতে পারে ৫শ’ থেকে ১ হাজার বছর পর্যন্ত। ড্রেন, নদী-নালা, খাল-বিল ইত্যাদিতে জমে জলাবদ্ধতা ও বন্যার স্থায়িত্ব সৃষ্টি করে। পলিথিনের ক্ষতিকর ব্যাকটেরিয়া মানবদেহে বিভিন্ন প্রকার চর্মরোগ এমনকি ক্যানসারের জীবাণুর জন্ম দেয়।

বাপা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের সভাপতিত্বে ও সিডিপির খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবির নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, প্রথম আলোর খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান, শিক্ষক নেতা নিতাই পাল, শিরিনা পারভীন, রূপসা সংস্থার হিরন্ময় মণ্ডল, এমএ সবুর রানা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads