• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পুলিশের আজান কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ‘বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

সংগৃহীত ছবি

বাংলাদেশ

পুলিশের আজান কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

বাংলাদেশ পুলিশের ‘বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০১৮’ গতকাল শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে ইসলামী মূল্যবোধ গড়ে তোলার জন্য প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সাইফুল ইসলাম প্রথম, নৌ-পুলিশ ঢাকার এএসআই এম মহিউদ্দিন দ্বিতীয় ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেন।

কেরাতে সারদা পুলিশ একাডেমির নায়েক মো. আরিফুর রহমান প্রথম, পুলিশ স্টাফ কলেজের কনস্টেবল খান হাসিবুর রহমান দ্বিতীয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সাইফুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। ‘মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় নৌ-পুলিশের এএসআই এম মহিউদ্দিন প্রথম, খুলনা মেট্রোপলিটন পুলিশের এএসআই হাফেজ ওমর আহমাদ দ্বিতীয় ও এসবি ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর তৃতীয় স্থান অধিকার করেন।

ডিআইজি (লজিস্টিকস) ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেন, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads