• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অপারেশন জ্যাকপটের মহরত ১৬ আগস্ট

নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’-

সংগৃহীত ছবি

বাংলাদেশ

অপারেশন জ্যাকপটের মহরত ১৬ আগস্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’-এর মহরত অনুষ্ঠান আগামী ১৬ আগস্ট আয়োজিত হবে। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সভায় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের নৌ-কমান্ডো অভিযান নিয়ে নির্মিত ওই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চলচ্চিত্রটি কীভাবে নির্মিত হচ্ছে, দেশি-বিদেশি কোন কোন ব্যক্তি এই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত এবং চলচ্চিত্রটিতে কোন কোন বিষয় তুলে ধরা হবে তার ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads