• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মেননের অস্ত্রোপচার সম্পন্ন

সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

মেননের অস্ত্রোপচার সম্পন্ন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বাম পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে অধ্যাপক ডা. ভিন্যু ম্যাথিউ চেরিয়ানের তত্ত্বাবধানে একদল চিকিৎসক এই অস্ত্রোপচার করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় অস্ত্রোপচার শেষ হয়। অস্ত্রোপচারের পর স্বজনদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে আগামী সাত দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

গত ৫ জুলাই সকালে প্রাতঃভ্রমণের সময় পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে যায় মেননের। এর পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads