• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কাল, রাস্তায় যান চলাচলে দিক নির্দেশনা

শনিবার বিকেল ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে একটি দিক নির্দেশনা দিয়েছে ডিএমপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কাল, রাস্তায় যান চলাচলে দিক নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

আগামীকাল শনিবার বিকেল চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে। এ অনুষ্ঠানকে ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

বড় ধরনের জনসমাগম হবে বলে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা একটা হতে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎসভবন, টিএসসি হতে দোয়েল চত্বর রাস্তা বন্ধ থাকবে। এছাড়া প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেওয়া হতে পারে।

অনুষ্ঠান উপলক্ষে মিরপুর হতে যে সব নেতাকর্মী বাসে আসবেন তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করবেন।

উত্তরা, মহাখালীর দিক দিয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে পার্ক করবেন।

ফার্মগেট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন সে সকল গাড়ি টিএসসি রাইট টার্ণ করে মল চত্বরে পার্ক করবেন।

যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করবেন। লালবাগ,লালবাগ, কামরাঙ্গীর চর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় পার্ক করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads