• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কচুয়ায় জমি রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

কচুয়ায় ফসলি জমি ভাঙ্গনের হাত থেকে রক্ষায় ক্ষতিগ্রস্থ কৃষি জমিতে দাঁড়িয়ে মানববন কর্মসূচী পালন করে কৃষকেরা

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ

কচুয়ায় জমি রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৮

চাঁদপুরে কৃষকদের ফসলি জমি ভাঙ্গনের হাত থেকে রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। শনিবার বিকালে কচুয়ায় ক্ষতিগ্রস্থ কৃষি জমিতে দাঁড়িয়ে এ মানববন কর্মসূচী পালন করে তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে কৃষকরা জানায়, স্থানীয় কোয়া গ্রামের প্রভাশালী শাহজাহান মিয়া কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় কৃষি জমির বিলের মাঝখানে একটুকরা জমি কিনে প্রায় ৮ বছর পূর্বে। খরিদের পর তিনি উক্ত জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করছে প্রায় ৬ বছর ধরে। এতে আশপাশের শত শত একর ফসলি জমি ভেঙ্গে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। তারা এ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রতিকার চেয়ে মানববন্ধনে সরকারের কাছে জোর দাবি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads