• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ইমরানকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

ইমরানকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আটকসহ কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ইমিগ্রেশনসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ইমরান এইচ সরকারের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম ও আইনজীবী তানিয়া আমীর। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। আদেশের পর তানিয়া আমীর বলেন, ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দেওয়া ও আটকসহ কোনো প্রকার হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর আগে ইমিগ্রেশনের বাধার মুখে ফিরে আসতে হয় ইমরান এইচ সরকারকে। এ প্রসঙ্গে গণজাগরণ মঞ্চের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি চার সপ্তাহের জন্য দেশটিতে যাচ্ছিলেন। সেদিন সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে ফেরত আসেন তিনি। বিমান ছাড়ার ১০ মিনিট আগে তাকে বলা হয়- ‘উপরের নির্দেশ আছে, আপনি যেতে পারবেন না’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads