• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আনসার-ভিডিপির দখলমুক্ত হচ্ছে খিলগাঁও শিশুপার্ক

খিলগাঁও ম্যাপ

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

আনসার-ভিডিপির দখলমুক্ত হচ্ছে খিলগাঁও শিশুপার্ক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

রাজধানীর খিলগাঁওয়ে আনসার-ভিডিপির দখলে থাকা শিশুপার্ক দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আনসার-ভিডিপি কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুপার্কটি আগামী এক বছরের মধ্যে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে বলা হয়েছে। আর এটি থাকবে সকল শিশুর জন্য উন্মুক্ত।

জনস্বার্থে করা একটি রিটে জারি রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আনসার-ভিডিপির পক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুর রউফ শেখ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। জানা গেছে, খিলগাঁও বি ব্লকের এই শিশুপার্ক ১৯৮৭ সালে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ইজারা নেয়। ১৯৯৬ সালে সেই ইজারা বাতিল করা হয়। কিন্তু ইজারা বাতিল চ্যালেঞ্জ করে তখন রিট আবেদন করে আনসার কর্তৃপক্ষ। চার বছর পর আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ‘সবুজমতি ট্রাস্টের’ নামে এই পার্ক ইজারা দেওয়া হলে ২০০৪ সালে আবার ইজারা বাতিল হয়। ২০০৭ সালে সেনাসমর্থিত জরুরি অবস্থার সময়ে আনসার-ভিডিপি পার্কটি দখলে নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads