• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
চট্টগ্রামে টোল প্লাজায় ভাঙচুর এএসপি ক্লোজড

মিরসরাই জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিয়ার রহমান

সংগৃহীত ছবি

বাংলাদেশ

চট্টগ্রামে টোল প্লাজায় ভাঙচুর এএসপি ক্লোজড

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় ভাঙচুর ও কর্মকতা-কর্মচারীদের মারধর করা হয়েছে। এ ঘটনায় মিরসরাই জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিয়ার রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠানের ইনচার্জ অপূর্ব শাহাব জানান, মিরসরাই সার্কেলের এএসপি মশিয়ার রহমান চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যাচ্ছিলেন। তিনি সাদা পোশাকে ছিলেন। এ সময় টোল প্লাজার দুটি বুথের দায়িত্বে ছিল সোহাগ ও ফয়সাল নামে দুই কর্মচারী। বুথের সামনে কয়েকটি গাড়ি ছিল। তার পেছনে ছিল এএসপির গাড়ি। এ সময় হঠাৎ করেই সাদা পোশাকে এএসপি গাড়ি থেকে নেমে বুথের গ্লাস ভাঙতে থাকেন। বুথ থেকে কর্মচারী সোহাগ ও ফয়সালকে বের করে এনে মারধর করেন। সাদ্দাম হোসেন নামে একজন কর্মচারী তাদের রক্ষায় এগিয়ে এলে তাকেও মারধর করেন তিনি। একপর্যায়ে তার গাড়ির সামনে থাকা অন্যান্য গাড়িকে টোল না দেওয়া ছাড়াই ছেড়ে দিতে বাধ্য করেন। পরে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়। চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, এসপি মশিয়ার রহমানের বিরুদ্ধে টোল আদায়কারী কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। তাৎক্ষণিক তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়টি পুলিশ সদর দফতরকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে এএসপি মশিয়ার রহমানের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads