• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মিরপুরে মেলেনি ‘গুপ্তধন’ সন্ধান অভিযান সমাপ্ত

মিরপুরে মেলেনি ‘গুপ্তধন’ সন্ধান অভিযান সমাপ্ত

বাংলাদেশ

মিরপুরে মেলেনি ‘গুপ্তধন’ সন্ধান অভিযান সমাপ্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

মিরপুর-১০ নম্বরের সি-ব্লকের আলোচিত বাড়িতে গুপ্তধনের সন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গত ২১ জুলাই বাড়িটিতে খোঁড়াখুঁড়ি শুরু হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার প্রযুক্তির সহায়তা  িনয়েও গুপ্তধনের সন্ধান না পেয়ে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে ঢাকা জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজওয়ার আকরাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা ভূতাত্তিক জরিপ অধিদফতর ও বুয়েটের এক্সপার্ট এনে ওই বাড়ির ভেতরে জিপিআর স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখেছি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত আমরা এই পরীক্ষাটি করি। কিন্তু সেখানে কোনো ধাতব বা গুপ্তধনের অস্তিত্ব পাওয়া যায়নি। তাই অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হলো।’ পাশাপাশি ওই বাড়ি থেকে পুলিশের পাহারাও তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আরিফুর রহমান সরদার জানান, ‘মিরপুরের ওই বাড়িতে কোনো গুপ্তধন পাওয়া যায়নি। রেজাল্ট জিরো। তাই প্রশাসনের নির্দেশে সেখান থেকে পুলিশি পাহারা তুলে নেওয়া হয়েছে।’

ওই বাড়িতে সরেজমিন গিয়ে দেখা গেছে, বাড়ির সামনে স্তূপ করে রাখা মাটি শ্রমিকরা ভেতরে নিয়ে ফেলছেন। বাড়ির ভেতরের দুটি কক্ষ ভরাট করার কাজ চলছে। রাজধানীর মিরপুর-১০-এর সি-ব্লকের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে গুপ্তধনের খোঁজে মাটি খোঁড়াখুঁড়ি করে ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গত ২১ জুলাই। বাড়িটির মাটির নিচে কমপক্ষে দুই মণ স্বর্ণালঙ্কার থাকার দাবি ওঠায় ওই তথ্যের সত্যতা নিশ্চিত করতে শুরু হয় এই অভিযান। বিশ জন শ্রমিকের সহায়তায় ছয় ঘণ্টা ধরে সাড়ে ৪ ফুট খোঁড়াখুঁড়ি করা হয়। বাড়ির ভিত্তিপ্রস্তর দুর্বল হওয়ায় ওই দিন খোঁড়াখুঁড়ি স্থগিত করে দেওয়া হয়। এরপর পুনরায় ২২ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads