• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শহিদুল আলমের মুক্তি চান টিউলিপ

টিউলিপ সিদ্দিক ও শহিদুল আলম

সংগৃহতি ছবি

বাংলাদেশ

শহিদুল আলমের মুক্তি চান টিউলিপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

গুজব ও উস্কানি ছড়ানোর অভিযোগে কারাগারে আটক আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

যুক্তরাজ্যের অন্যতম জাতীয় গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

টাইমস জানায়, হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, শহিদুল আলমকে বাংলাদেশ সরকারের গ্রেপ্তারের বিষয়টি খুবই পীড়াদায়ক এবং অবিলম্বে তাকে ছেড়ে দেয়া উচিত।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ও উস্কানি ছড়ানোর অভিযোগে গত ৫ আগস্ট শহিদুলকে রাজধানীর রমনা থানায় বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads