• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এনার্জি ড্রিঙ্কস’ বিক্রি বন্ধের নির্দেশ আসছে

লোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)

বাংলাদেশ

ক্ষতিকর মাত্রায় ক্যাফেইন

এনার্জি ড্রিঙ্কস’ বিক্রি বন্ধের নির্দেশ আসছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

এনার্জি ড্রিঙ্কসের কোনো প্রকার জাতীয় মান নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)। তবুও কার্বোনেট বেভারেজ নামে আমদানি ও এর আদলে প্রস্তুত করে বাজারে এনার্জি ড্রিঙ্কস নামে বিক্রি হচ্ছে প্রচুর কোমল পানীয়। ফলে বাজারে এসব বৈধ নয়। এ কারণে সম্প্রতি এনার্জি ড্রিঙ্কস বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া এসব পানীয়তে ক্ষতিকর মাত্রায় ক্যাফেইন ও ভায়াগ্রার উপাদান পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে গেছে, বাজার থেকে সব ধরনের এনার্জি ড্রিঙ্কস তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এ ছাড়া যেসব এনার্জি ড্রিঙ্কস আমদানি করা হয় সেগুলোতেও নিষেধাজ্ঞা জারি করবে প্রতিষ্ঠানটি। খুব দ্রুত বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই, কাস্টমস এবং সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে এ নির্দেশের কথা জানাবে বিএফএসএ। এ বিষয়ে এর আগে বিএসটিআইয়ের একটি সভায়ও সিদ্ধান্ত হয়েছে। ফলে বিএসটিআইয়ের কাছ থেকে যারাই কার্বোনেটেড বেভারেজের জন্য লাইসেন্স নেবে তাদের শুধু বিডিএস ১১২৩:২০১৩ কার্বোনেটেড বেভারেজেস মানের মধ্যে থেকেই উৎপাদন করতে হবে।

বাজারে এনার্জি ড্রিঙ্কস নামে বিক্রি হওয়া বেশ কিছু পানীয় পরীক্ষা করে এতে ক্ষতিকর মাত্রায় ক্যাফেইনের উপস্থিতি পাওয়া গেছে। কার্বোনেটেড বেভারেজ নামে অনুমোদিত এসব পানীয়তে ক্যাফেইনের মাত্রা কেজিপ্রতি ১৪৫ এমজি থাকার কথা থাকলেও তা পাওয়া গেছে ৩২০ এমজির চেয়েও বেশি। আবার মাদকদ্রব্য অধিদফতরও সম্প্রতি নন-ব্র্যান্ডের কিছু এনার্জি ড্রিঙ্কস পরীক্ষা করে সেগুলোতে ভায়াগ্রার উপাদান পেয়েছে। এগুলো মূলত আমদানি করে আনা হয় বলে জানা গেছে। 

তথ্যমতে, এনার্জি ড্রিঙ্কস শিরোনামে মান প্রণয়ন করা হবে কি না এ বিষয়ে ভোক্তাসাধারণের মতামত চেয়ে বিএসটিআইয়ের সফট ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজেস শাখা কমিটি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে। এর পরিপ্রেক্ষিতে মোট ২৬টি মতামত পাওয়া যায়। এর মধ্যে ১৪টি মতামত আসে জাতীয় মান প্রণয়ন না করার পক্ষে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads