• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের ফিকলের (স্থানীয়ভাবে তৈরি দেশি অস্ত্র) আঘাতে বড় ভাই এরশাদ আলী (৫০) খুন হয়েছেন। উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ধর্মঘর ইউনিয়নে বৈষ্ঠবপুর গ্রামে বুধবার সকালে ১১টায় উঠানে মাটি ফালানোকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছোট ভাই বাচ্চু মিয়ার বাকবিতণ্ডা হয়। এর প্রতিবাদ করলে ছোট ভাই বাচ্চু মিয়ার ফিকলের আঘাতে এরশাদ আলী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ মিয়ার বড় ছেলে এরশাদ আলী দীর্ঘদিন ব্রুনাই ও ছোট ছেলে বাচ্চু মিয়া সৌদি থাকত। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে বাড়ির উঠানে বাচ্চু মিয়া মাটি ফেলে। এতে তার বৃদ্ধ বাবা মতুর্জ আলী বাধা দেয়। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা দেখা দিলে বড় ভাই এরশাদ আলী ছোট ভাইকে নিবৃত্ত করতে গেলে ছোট বাচ্চু মিয়া ফিকল দিয়ে এরশাদ আলীর বুকে আঘাত করে। মুমুর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে কতর্ব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, ময়নাতদন্ত শেষে সিলেট থেকে লাশ নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনার পর থেকেই বাচ্চু মিয়াসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads