• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল ৫ বছর

ছবি: পিআইডি

বাংলাদেশ

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল ৫ বছর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০১৯

বহুল আলোচিত ‘দ্রুত বিচার আইন’ এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে সরকার। চলতি বছরের এপ্রিলে আইনের মেয়াদ শেষ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম  সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “এটার (দ্রুত বিচার আইন) একটা মেয়াদ থাকে, সেই মেয়াদ চলতি বছর এপ্রিলে শেষ হয়ে গেছে। এজন্য মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, দ্রুতবিচার আইন ২০০২ সালে করা হয়। আইনে বলা হয়েছিল এই আইনটি আগামী ১৭ বছর পর্যন্ত চলবে। সেই ১৭ বছর শেষ হয়েছে ২০১৯ সালে। এখন ১৭ এর স্থলে সংশোধন করে ২২ স্থাপন করা হচ্ছে। ২০০২ সাল থেকে ২২ বছর শেষ হবে ২০২৪ সালে। অর্থাৎ এখন এই আইনটি ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

এই আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখনও এটার কার্যকারিতা রয়েছে। অনেক স্পর্শকাতর মামলা আছে যেগুলোর দ্রুত ‍বিচার হওয়ার দরকার।”

মন্ত্রিসভার সায় পাওয়ায় এখন যাচাই-বাছাই শেষে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে তোলা হবে।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। তখন বিরোধী দলে থাকা আওয়ামী লীগ এর সমালোচনা করেছিল। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads