• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মানবতার দেয়াল তৈরি করল জবি ছাত্রলীগ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ

মানবতার দেয়াল তৈরি করল জবি ছাত্রলীগ

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় মানুষের পাশে উষ্ণতা ছড়াতে 'মানবতার দেয়াল' তৈরি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ৩০ জুন জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এ মানবতার দেয়াল তৈরি করা হয়।

দেয়ালটি বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়ায় এলাকার হতদরিদ্ররা প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করতে পারবে সহজেই। এই কার্যক্রম শুরুর পর থেকেই অনেকে নিজের অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছে এবং অনেকে সেখান থেকে নিজের প্রয়োজনে কাপড় নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে দেশে বিভিন্ন স্থানে মানবতার দেয়াল স্থাপন করছে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা। এরই ধারাবাহিকতায় আমি জবিতে মানবতার দেয়াল তৈরি করেছি। জবিতে অনেক শিক্ষার্থী আছেন যারা তাদের ব্যবহার্য পুরনো কাপড় ফেলে দেন। আমি তাদের বলব আপনারা পুরাতন কাপড়গুলো ফেলে না দিয়ে এখানে রেখে যাবেন। আশপাশের অনেক পথশিশু ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় কাপড়গুলো এখান থেকে তারা নিয়ে যাবে। ছাত্রলীগের কর্মকান্ড দেখে অন্যরাও যাতে অনুপ্রাণিত হয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসে সেটাই আমাদের কাম্য।

উল্লেখ্য, আসাদুজ্জামান আসাদ দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads