• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সখীপুরে বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিয়ে হঠাৎ চালু, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

বাংলাদেশ

সখীপুরে বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিয়ে হঠাৎ চালু, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম খান (৪০) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাহারতা এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ওই এলাকার দেলোয়ার খানের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জরুরী নোটিশের মাধ্যমে বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয়। এ সুযোগে বুধবার সকালে বিদ্যুৎ শ্রমিক শফিকুল কাহারতা গ্রামের বাছেদ মিয়ার পোল্ট্রি খামারে বিদ্যুৎ লাইনে কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে বিদ্যুৎস্পৃষ্টে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাত আলী আখন্দ বলেন, শফিকুল বিদ্যুৎ বিভাগের কর্মচারী নন। তাছাড়া সে লাইনে কাজ করার কোনো পূর্ব অনুমতিও নেয়নি। এ দিকে ১৩২ কেভি গ্রীডের মেরামত ও সংরক্ষণ কাজ দ্রুত শেষ হওয়ায় আমাদের সংশ্লিষ্ট লাইনম্যানদের জানিয়ে লাইনটি চালু করা হয়েছে। শফিকুলের এমন মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads