• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
 একদিনে রেকর্ড ২০২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৫

ফাইল ছবি

বাংলাদেশ

একদিনে রেকর্ড ২০২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ৫৫৯ জন। একই সময়ে রেকর্ড ২০২৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ৪৯টি ল্যাবে ৯ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬টি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার ৯৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬১৫ জনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads