• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় ‘চোরের ভিটা’ স্কুলের নাম পরিবর্তন

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

পূর্বধলায় ‘চোরের ভিটা’ স্কুলের নাম পরিবর্তন

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০২০

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’এর নাম পরিবর্তন করা হয়েছে। বিদ্যালয়টির নতুন নামকরণ হয়েছে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

আজ সোমবার উপজেলা প্রশাসন নতুন নামকরণের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে বেশ আলোচনা/সমালোচনাপ পরে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। স্কুলের নামের কারণে শিশুমনে বিরুপ প্রভাব তথা নামটি আপত্তিকর ও শ্রুতিমধুর না হওয়ায় ইতিমধ্যে তা পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র আরো জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে নতুন নামকরণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। খুব দ্রুতই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

ৱউল্লেখ্য, স্কুল, গ্রাম ও মৌজার নাম চোরের ভিটা হওয়ায় ১৯৯১ সালে স্কুলটি সেই গ্রামের নামানুসারে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে এটি জাতীয়করণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads