• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বাংলাদেশ

মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদ

মনোহরগঞ্জ ইউনিয়ন পরিষদ : সার্ভার কাজ না করায় কার্যক্রম ব্যাহত

জন্ম নিবন্ধনসহ সকল কাজে বিড়ম্বনা

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদগুলোতে সার্ভার কাজ না করায় জন্ম নিবন্ধনসহ অন্যান্য সেবা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সার্ভার বিড়ম্বনায় ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না কাঙ্খিত সেবা। এমন ভোগান্তিতে পড়ছেন উপজেলার ১১টি ইউপির বাসিন্দারা। বিশেষ করে এ বিড়ম্বনার শিকার হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়‍ুয়া শিক্ষার্থীরা। উপবৃত্তির টাকা পেতে জন্ম নিবন্ধন বাধ্যতামুলক হওয়ায় ইউনিয়ন পরিষদে ধরনা দিচ্ছেন অভিভাবকরা। একদিনে কাজ না হওয়ায় বার বার ইউনিয়ন পরিষদে যেতে সময়, অর্থ দু’টোই অপচয় হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিভাবকরা জানান, শিশুদের জন্ম সনদ নিতে পিতা মাতার আইডি কার্ডের সাথে তাদের জন্ম নিবন্ধন সনদও চাওয়া হচ্ছে। অনেক অভিভাবকের জন্ম সনদ না থাকায় শিশুর জন্মসনদ তৈরিতে বিলম্ব হচ্ছে। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

উপজেলার বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, খিলা ইউপি চেয়ারম্যান আল- আমিন ভূঁইয়া, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন জানান, গত প্রায় ২ মাসের অধিক সময় ধরে সার্ভার ঠিকভাবে কাজ না করায় সেবাপ্রার্থীদের সঠিক সময়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দিনে রাতে কাজ করে সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা। এ বিষয়ে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ সার্ভার বিড়ম্বনায় জন্ম নিবন্ধন না হওয়ায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করেন।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, নতুন সার্ভার চালু হওয়ায় কিছুটা অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সাময়িক উল্লেখ করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কথা জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads