• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
৯৯ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগাং

ছবি : সংগৃহীত

বিপিএল

৯৯ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগাং

  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ধারিত ২০ ওভারের ১ বল কম খেলে সব উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে জয় পেতে হলে করতে হবে ৯৯ রান।

মিরপুরে ব্যাট করতে নেমে রাইডার্সদের দুই ওপেনার অ্যালেক্স হেলস আর মেহেদী মারুফ খানিকটা দেখে শুনেই শুরু করেন আবু জায়েদ রাহীর ওভারে। প্রথম ওভার সামাল দিলেও পরের ওভারে খেই হারালেন ইংলিশ তারকা হেলস। দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিঙ্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগেই পথ ধরেন সাজঘরের। ওয়ানডাউনে ব্যাট করতে আসা মোহাম্মদ মিঠুনও ফেরেন একই ওভারে। ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে মিঠুনও ফেরেন শূন্য রানে।

আরেক প্রোটিয়া ব্যাটসম্যান রিলে রুশো করেন ৬ বলে ৭ রান। রুশোকে ফেরান আবু জায়েদ রাহী। এরপর ৩ ওভার ২ বলের মাথায় ওপেনার মেহেদী মারুফকে ফেরান ফ্রাইলিঙ্ক। মারুফ করেন ১০ বলে ১ রান। নিজের প্রথম ওভারে বল করতে এসেই নাঈম হাসান ফিরিয়ে দেন ১১ বলে ৮ রান করা ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে। পরের ওভারে বল করতে এসে ফরহাদ রেজাকেও মাঠ ছাড়কে বাধ্য করেন অফ স্পিনার নাঈম। ৯ বলে ৩ রান করে ফেরেন এই ফরহাদ।

ম্যাচের ১২তম ওভারের দ্বিতীয় বলে মাশরাফি বিন মুর্তজাকে আউট করেন পেসার খালেদ আহমেদ। রংপুরের অধিনায়ক ১১ বলে ২ রান করে ড্রেসিং রুমে ফেরেন। ৩৫ রানে সাত উইকেট হারানো দলকে টেনে তুলেন রবি ভোপারা। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে যোগ্য সঙ্গ দেন। ৪০ বলে ৪০ রানের জুটি করেন রংপুরের এই দুই ব্যাটসম্যান। বল হাতে প্রোটিয়া পেসার রবি ফ্রাইলিঙ্ক ফিরেই এই জুটি ভেঙে দেন। ১৭ বলে ২১ রান করা সোহাগকে ফিরিয়ে দেন তিনি।

শেষ ওভারে রাহি তুলে নেন ইনিংসে সেরা ব্যাটসম্যান ভোপারার উইকেটটি। ৪৭ বলে ৪৪ রান করা দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ফিরে যান ভোপারা। এক বল বাকি থাকতে রান আউটের শিকার হন ৫ বলে ৪ রান করা নাজমুল ইসলাম অপু। 

৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে চারটি উইকেট তুলেছেন ফ্রাইলিঙ্ক। সমান সংখ্যক ওভারে দুটি উইকেট শিকার করেছেন নাঈম। এদিকে ৩০ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন রাহি। ভোপাররার ৪৪ ও সোহাগের ২১ ছাড়া বর্তমান চ্যাম্পিয়নদের কেউই দুই অংক ছুঁতে পারেননি।

স্কোরকার্ডে চিটাগাং ভাইকিংসের বর্তমান স্কোর : ২০/২ (৪.০ ওভার)

চিটাগং ভাইকিংস

মোহাম্মাদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু যায়েদ রাহি, খালেদ আহমেদ। 

রংপুর রাইডার্স  

অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলে রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads