• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দুর্দান্ত শুরু ঢাকা ডায়নামাইটসের

সংগৃহীত ছবি

বিপিএল

দুর্দান্ত শুরু ঢাকা ডায়নামাইটসের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

ঢাকা ডাইনামাইটসের তরুণ ওপেনার হজরতউল্লাহ জাজাই ঝড়ে উড়ে গেল রাজশাহী কিংস। আর এতেই ৮৩ রানের বড় জয় পায় সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই বাঁহাতি জাজাই ও সুনিল নারাইনের ১১৬ রানের জুটিতে দুর্দান্ত সূচনা পায় সাকিবরা।

দুই ওপেনারের শতাধিক রানের জুটির মধ্যে ৪১ বলে ৭ ছক্কা ও ৪টি চারের মাধ্যমে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তরুণ আফগান জাজাই। তার আগে ২২ বলে এবারের আসরের প্রথম অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।আরেক ওপেনার ক্যারিবিয় সুনিল নারাইনের ব্যাটে আসে ৩৮ রান।

জাজাই ও সুনিল নারাইনের আউটের পর মাঝে পোলার্ড, সাকিব ও নুরুল হাসানের উইকেট দ্রুত পরে যাওয়ায় রানের গতি কিছুটা মন্থর হয়। তবে শেষের দিকে শুভাগত হোম ও আন্দ্রে রাসেলের ঝড়ে ৫ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় ঢাকা ডাইনামাইটস।

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ফলে ম্যাচ হারের স্বাদ তাদেরই নিতে হয়। ১০ বল বাকি থাকতে শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় রাজশাহী। দলের পক্ষে শুরুতে মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা পেরোতে পারেন। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৯ ও ইংল্যান্ডের লওরি ইভান্স ১০ রান করেন। আর শেষ দুই ব্যাটসম্যান আরাফাত সানি ১৮ ও মুস্তাফিজুর রহমান অপরাজিত ১১ রান করেন। ঢাকার পেসার রুবেল হোসেন ৭ রানে ৩ উইকেট নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads