• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মাশরাফি-তামিমের লড়াই আজ

ছবি : সংগৃহীত

বিপিএল

মাশরাফি-তামিমের লড়াই আজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

মাশরাফির শুরুর লড়াইটা ছিল মুশফিকুর রহিমের সঙ্গে। ধারে ভারে কিংবা কাগজে-কলমে মাশরাফির রংপুর অনেক এগিয়ে থাকলেও বিপিএলের উদ্বোধনীর ম্যাচের রেজাল্ট সবার জানা। মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল রংপুর। মুশফিকের চিটাগং বিপিএল মিশন শুরু করেছিল দারুণ এক জয় দিয়ে। গেইল-ভিলিয়ার্স রংপুরের বড় আকর্ষণ। তবে এদের ছাড়াই দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তিমত্তা জানান দেয় মাশরাফিরা। খুলনা টাইটান্সকে ৮ রানে হারায় রংপুর। মুশফিকের পর এই ম্যাচে মাশরাফির প্রতিপক্ষ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ছিল বিপিএলের বিরতি। আজ থেকে আবার মিরপুরে শুরু হবে ব্যাটে বলের লড়াই। আজ মাশরাফির প্রতিপক্ষ তামিম ইকবাল। বিকালে জয়ের মানসে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের মোকাবেলা করবে ঢাকা ডায়নামাইটস। বেলা সাড়ে ১২টায় শুরু হবে এই ম্যাচ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম ম্যাচেই পেয়েছে জয়। আফ্রিদি ঝলকে দলটি হারিয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সকে (৪ উইকেটে)। অন্যদিকে রংপুর প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। আজ স্কোয়াডে গেইল অন্তর্ভুক্ত হলে রংপুরের শক্তি বেড়ে যাবে কয়েকগুণ, তা অনুমিত। গতকাল অনুশীলন শেষে রংপুরের ওপেনার মেহেদী মারুফ দলের সার্বিক অবস্থা সম্পর্কে বলেন, ‘প্রথম ম্যাচে হারটা অনেক বড় রকমের ধাক্কা ছিল। তবে আল্লাহর সহায় আমরা দ্বিতীয় ম্যাচে তা কাটিয়ে উঠতে পেরেছি।’ আজকের প্রতিপক্ষ কুমিল্লাকে নিয়ে কেমন পরিকল্পনা রংপুরের। মারুফ জানান, ‘আসলে প্রতি দল নিয়েই আগে থেকে প্ল্যান শুরু হয়। আমাদের স্পেসিফিক কুমিল্লাকে নিয়েই প্ল্যান এখন। ওদের শক্তি বা দুর্বলতা কোথায়, তা খুঁজে বের করাই কাজ। আমরা শেষ ম্যাচ জেতাতে সবাই ফুরফুরে মেজাজে আছি। সবাই বেশ আত্মবিশ্বাসীও। ব্যাটিং-বোলিং দুটাতেই ভালো হয়েছে। আমরা একটা একটা ম্যাচ নিয়ে অগ্রসর হচ্ছি।’

রংপুরের বড় আকর্ষণ ক্রিস গেইল। বলা চলে বিপিএলেরও। এ প্রসঙ্গে মারুফ বলেন, ‘সত্যি কথা বলতে, আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের বোধ হয় প্রথম বিপিএল। এমনকি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া সে এখানে খেলতে আসেনি। সুতরাং সুবিধা থাকবে গেইলের জন্যই। ওর এখানকার বোলারদের সবাইকেই জানা। আমি বিগ বস কে এগিয়ে রাখব।’

আজ গেইল খেললেও ভীত নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের বিরুদ্ধে জয়ের ম্যাচে কুমিল্লার হয়ে বল হাতে দুটি উইকেট নেওয়া মেহেদী হাসান গতকাল জানালেন তেমনটিই। তার মতে, ‘যেই আসুক না কেন ওরকম কোনো চাপ নেই। আমরা সবাই নরমাল খেললে আশা করি ভালো কিছু হবে। আমি যদি ভালো বল করি তাহলে গেইল অথবা অন্য কোনো বড় বড় ব্যাটসম্যানও আউট হবে। বাজে বল করলে যেকোনো ব্যাটসম্যানই মারবে। এটা ক্রিকেটের নিয়ম। ভালো বল করলে যেকোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন।’

তিনি আরো বলেন, ‘আমরা স্টেপ বাই স্টেপ আগাতে চাই, সেক্ষেত্রে একেকটা ম্যাচের জন্য একেকটা পরিকল্পনা থাকবে।’ গতবারের তুলনায় এবার টিম কিছুটা ভিন্নতর হয়েছে বলে মেহেদীর উপলব্ধি, ‘গতবারের তুলনায় এবার আমাদের টিম ভালো হয়েছে। আমরা গত ম্যাচ জিতেছি, ওরাও জিতেছে (রংপুর)। কালকের (আজ) ম্যাচটা খুব ভালো হবে আশা করি।’ কুমিল্লার অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। অধিনায়কের মূল্যায়ন করতে গিয়ে তিনি জানান, ‘স্মিথ অধিনায়ক ও মানুষ হিসেবে সব দিক থেকেই ভালো। সব কিছুই ভালো লেগেছে। ম্যাচে নিজেকে এবং সবাইকে ব্যস্ত রাখে সে। যেটা টি-টোয়েন্টিতে ক্রিকেটের জন্য অনেক জরুরি। সবাইকে সে খেলায় মনোযোগী রাখে। আসলে তার জন্য এক দিনেই সবার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়। সময় লাগবে। খেলতে খেলতে সে আমাদের উন্নতির জন্য আরো সাহায্য করতে পারবে। সবার সঙ্গেই সে অনেক মিশুক।’ 

ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের ম্যাচটিও জমবে বেশ আজ। যদিও খুলনার চেয়ে সব দিক থেকে এগিয়ে আছে ঢাকা। সাকিবের দলটি প্রথম ম্যাচে ৮৩ রানের ব্যবধানে হারিয়েছে মিরাজের রাজশাহী কিংসকে। ব্যাটিং কিংবা বোলিং সব দিক থেকেই সাকিবরা বেশ ভারসাম্যপূর্ণ। খুলনা প্রথম ম্যাচে ভালো অবস্থানে থেকেও হেরেছে রংপুরের সঙ্গে। তবে আজ মাহমুদউল্লাহদের টার্গেট প্রথম ম্যাচের ভুল শুধরে ঢাকার ওপরে ঝাঁপিয়ে পড়তে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads