• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
মায়ের নামে জার্সি

নম্বর দেখেও চেনা যায়। তবে নামের জায়গায় পরিবর্তন। যেখানে লেখা মায়েদের নাম। গতকাল ঢাকার বিরুদ্ধে ম্যাচে নামার আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাজশাহীর খেলোয়াড়রা হাত দিয়ে তাই দেখানোর চেষ্টা করছেন

ছবি : বাংলাদেশের খবর

বিপিএল

মায়ের নামে জার্সি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

ব্যাট হাতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তার জার্সির পেছনে লেখা ‘মিনারা’। শাহরিয়ার নাফীসের জার্সিতে ‘সালমা’। মোস্তাফিজুর রহমানের জার্সিতে ‘মাহমুদা’। একইভাবে রাজশাহী কিংসের সব ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টে থাকা সদস্যদের জার্সিতে শোভা পাচ্ছে একজন করে নারীর নাম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠের লড়াইয়ে পদ্মাপাড়ের কিংসরা নেমেছিল মায়ের নাম জার্সিতে ধারণ করে। এমন ম্যাচে ঢাকাকে পরাস্তও করেছে রাজশাহী। ক্রিকেট মাঠে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ পেয়ে আবেগে আচ্ছন্ন অধিনায়ক মিরাজ। ম্যাচের আগে মায়েদের নিয়ে অভিনব উদ্যোগ নিয়ে মিরাজ বলেন, ‘এমন অভিনব কিছু করার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। মা মানেই বিশেষ একটা অনুভূতি। সবার জন্যই স্পেশাল। আমরা ম্যাচটা জিতে আমাদের মায়ের প্রতি উৎসর্গ করতে চাই।’ ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে শেষ ওয়ানডেতে মায়ের নাম শোভা পেয়েছিল ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে। বিশ্বজুড়ে মায়েদের অবদানের কথা স্মরণ করিয়ে দিতে উদ্যোগটি নিয়েছিল সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস। রাজশাহী কিংসের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠানও। মাঠের লড়াইয়ে গতকাল বার বার উঠে এসেছে মা প্রসঙ্গ। রাজশাহী কিংসের কোনো বোলার উইকেট নেওয়ার পরই পেছনে হাত দিয়ে ইঙ্গিত দিয়েছেন নিজের মায়ের নামকে। সবচেয়ে বেশি এমন সুযোগ পেয়েছেন তিন উইকেট নেওয়া আরাফাত সানি। ইসরু উদানা পেয়েছেন একবার সুযোগ। লাফিয়ে দেখিয়েছেন জার্সির পেছনটা। আবার দুই হাতে ভালোবাসার হূদয় একে ছুড়েছেন উড়ন্ত চুমু।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads