• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিপিএল

মধুর লড়াইয়ে মাশরাফি-মুশফিক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৯

গত ৫ জানুয়ারি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস ম্যাচ দিয়ে শুরু হয় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট লড়াই। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নামি-দামি টি-টোয়েন্টি ক্রিকেট তারকাদের পদচারণায় মুখরিত এখন বাংলাদেশের ভেন্যুগুলো। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুরে আবার তা ঢাকায় ফিরে আসে। ঢাকার দ্বিতীয় পর্ব শেষে এখন বিপিএল চলে গেছে বন্দরনগরী চট্টগ্রামে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। আজ এই পর্বের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খেলবে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বাংলাদেশ জাতীয় দলের সহযোদ্ধা হওয়ায় এই ম্যাচটি আবার মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমের মধ্যকার মধুর লড়াই।

দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে বিপিএলের ষষ্ঠ আসরের খেলা। ইতোমধ্যে ঢাকার দুই পর্ব এবং মাঝে সিলেট পর্বে মাঠে গড়িয়েছে ২৮টি ম্যাচ। এখনো বাকি রয়েছে টুর্নামেন্টের ১৮টি ম্যাচ। শেষের এই ১৮ ম্যাচের ১০টি খেলা হবে চট্টগ্রামে।

বিপিএলের এবারের আসরটি ঢাকায় তিন পর্ব, সিলেটে এক পর্ব এবং চট্টগ্রামের এক পর্বে ভাগ করা হয়েছে। ঢাকার প্রথম পর্বে ১৪ ম্যাচ খেলে ৮ ম্যাচের জন্য সিলেটে স্থানান্তরিত হয়েছিল বিপিএল। এরপর আবার ঢাকায় ফিরে ৬ ম্যাচ শেষ করে এবার চট্টগ্রামে চলে গেছে বিপিএল। চট্টগ্রাম পর্বের মাঝে একদিন বিরতি বাদ দিয়ে পাঁচ দিনের এই পর্বে ১০টি ম্যাচ হবে দেশের বন্দরনগরীতে। আগামী ৩০ জানুয়ারি রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স ম্যাচ দিয়েই পর্দা নামবে বিপিএলের চট্টগ্রাম পর্বের।

স্বভাবতই চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। বিপিএলের গত আসরে চট্টগ্রাম যাত্রাটা সুখকর হয়নি স্বাগতিক দলটি। সেবারও নিজের মাঠে ৪ ম্যাচ খেলেছিল তারা। কিন্তু জয় পেয়েছিল মাত্র ১ ম্যাচে। হেরে গিয়েছিল বাকি তিন ম্যাচেই। তবে সে তুলনায় এবার বেশ শক্ত অবস্থানেই রয়েছে তারা। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিততে ব্যর্থ হয়েছে তারা। বাকি ৬ ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। চট্টগ্রাম পর্বেই নিজেদের বাকি থাকা ৫ ম্যাচের ৪টি খেলে ফেলবে মুশফিকুর রহিমের দল। নিশ্চিতভাবেই তাদের চাওয়া থাকবে জয়ের ধারা অব্যাহত রেখেই গ্রুপ পর্ব শেষ করা।

চিটাগং ভাইকিংসের মতো রাজশাহী কিংসও নিজেদের শেষ ৪ ম্যাচই খেলবে চট্টগ্রাম পর্বে। সিলেট সিক্সার্সের বিপক্ষে ২টি এবং রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১টি করে ম্যাচ রয়েছে তাদের। ৮ ম্যাচ থেকে ৪ জয় পাওয়া রাজশাহীর শেষ চার নিশ্চিত করতে হলে এ ৪ ম্যাচেই দেখাতে হবে নিজেদের সেরা পারফরম্যান্স।

এছাড়া চট্টগ্রাম পর্বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ৩টি, সিলেট সিক্সার্স ৩টি, খুলনা টাইটানস ২টি, কুমিল্লা ভিক্টোরিয়ানস ২টি ও ঢাকা ডায়নামাইটস ২টি করে ম্যাচ খেলবে। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবার রাজধানী ঢাকায় ফিরে আসবে। ঢাকায় ১ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স মুখোমুখি হবে। আর ২ ফেব্রুয়ারি খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস ঢাকায় লিগ পর্বের এই শেষ চারটি ম্যাচ হবে। তারপর ঢাকাতেই ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

একমাত্র ভারতের কোনো খেলোয়াড় এবারের বিপিএলে নেই। তাছাড়া সব দেশেরই খেলোয়াড় মাঠ মাতাচ্ছেন বিপিএলে। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল, পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পাশাপাশি বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা দর্শকদের নজর কেড়েছেন তাদের ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে। বাকি ম্যাচগুলোতেও তারা তাদের ক্রিকেটশৈলী প্রদর্শন করে দর্শক মাতাবেন, তেমনটিই আশা করা হচ্ছে।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads