• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাব্বিরে আশাবাদী তামিম

সাব্বির ও তামিম

ছবি : ইন্টারনেট

বিপিএল

সাব্বিরে আশাবাদী তামিম

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০১৯

ক’দিন ধরে আলোচনায় রয়েছে নিষেধাজ্ঞার খাঁড়া কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাওয়া সাব্বির রহমানের নামটি। এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ইমরুল কায়েসের দলে সুযোগ না পাওয়াটা ‘দুর্ভাগ্য’ বললেও সাব্বির রহমানকে নিয়ে আশাবাদী তামিম। তার ফেরাটাকে ইতিবাচক চোখেই দেখছেন তিনি।

ইমরুলের ব্যাপারে তামিম বলেন, ‘এটা দুর্ভাগ্য। একটা সিরিজে ৩৫০ রানের ওপর (জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৪৯) করার পর দুটি ম্যাচে খারাপ করেছে। এতেই নির্বাচিত না হওয়া এটাও মেনে নিতে হবে। ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মনমতো হয়তো হয় না।’

সৌম্য সরকার ও লিটন দাস নিউজিল্যান্ড সফরে দলে রয়েছেন। যদিও বিপিএলে সৌম্য-লিটন রানের মধ্যে নেই। ওপেনাররা রান পাচ্ছে না, কতটা চিন্তার? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘ফরম্যাট একটু ভিন্ন। রানে থাকলে এটা যেকোনো সংস্করণে হেল্প করতে পারে। সবাই যদি রানে ফিরতে পারে, ভালো হবে। আমাদের ভিন্ন সংস্করণ, উইকেট, কন্ডিশনে খেলা হবে। যাওয়ার আগে ব্যাটসম্যানরা যদি এক-দুই ম্যাচ ভালো খেলে, ভালো হবে।’

সাব্বিরের অন্তর্ভুক্তি নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে (সাব্বির) ১৫ জনের অংশ। তার প্রতি এটাই শুভ কামনা থাকবে যে, অতীতে সে যে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনরাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বোঝে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে। ওর যে দায়িত্ব আছে শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।’

বিপিএলের অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কোনো কাজে দেবে কি-না? তামিমের মতে, ফরম্যাট ভিন্ন হলেও বিপিএলের পারফরম্যান্স সবার আত্মবিশ্বাস বাড়াতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads