• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাজশাহীকে উড়িয়ে প্লে অফে রংপুর

রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেই প্লে'অফে মাশরাফির রংপুর

ছবি : ইন্টারনেট

বিপিএল

রাজশাহীকে উড়িয়ে প্লে অফে রংপুর

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

গেইল বরাবরের মতো ব্যর্থ। হেলস থিতু হতে পারেননি। তবে আসল কাজটি করেছেন রিলে রুশো ও ডি ভিলিয়ার্স। এ দুজনের ব্যাটেই রংপুর পেয়েছে জয়ের ভিত্তি। শেষটা করেছে মিঠুন-নাহিদুল জুটি। সব মিলিয়ে দুরন্ত দুর্বার রংপুর রাইডার্স। গতকাল বিপিএলের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে পরাজিত করে প্লে অফ পর্বের খেলা নিশ্চিত করেছে মাশরাফি ব্রিগেড। রংপুরের জয়ে লাভ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা হারিয়েছিল চিটাগংকে। সেই জয়ের সুবাদে রংপুরের সঙ্গে প্লে অফ নিশ্চিত হয়েছে তামিমদেরও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে রাজশাহী তোলে ১৪১ রান। জবাবে রংপুর ৪ উইকেটে ৮ বল হাতে রেখে পৌঁছে যায় জয়ের বন্দরে। ১১ ম্যাচে ৭ জয়ে রংপুরের পয়েন্ট ১৪। তালিকায় অবস্থান প্রথম। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংসের পয়েন্ট ১২।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিনও জ্বলেনি গেইলের ব্যাট। থিতু হতে চেয়েও পারেননি। দুটি চার হাঁকানোর পর ছক্কা মারতে গিয়েই বিপদ টেনে আনেন। মিরাজের বলে ধরা পড়েন সীমানার কাছে সৌম্যর হাতে। ১৪ বলে গেইল করেন মাত্র ১০ রান। এরপর অবশ্য অ্যালেক্স হেলস ও রিলে রুশো রংপুরকে পথ দেখানোর চেষ্টা করেন খানিক সময়। এই জুটি ভাঙে দলীয় ৫৪ রানের মাথায়। কায়েস আহমেদের বলে বোল্ড হন হেলস। ফেরার আগে করে যান ১৫ বলে ১৬ রান।

ভরসার জুটি তখন রুশোর সঙ্গে ভিলিয়ার্স। রংপুর তাতে স্বস্তিও পেয়েছে। এই জুটিই দলকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। দলীয় ১২৫ রানের মাথায় আউট হন রিলে রুশো। রাব্বির বলে বোল্ড তিনি। তবে যাওয়ার আগে করে যান ৪৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৫ রানের ঝলমলে ইনিংস। শেষটা করে আসতে পারতেন ভিলিয়ার্স। তবে পারেননি এদিন। ব্যক্তিগত ৩৭ রানের মাথায় মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। ২৭ বলের ইনিংসে ভিলিয়ার্স হাঁকান একটি চার ও তিনটি ছক্কা। ক্রিজে তখন দেশি দুই ব্যাটসম্যান। রংপুর শিবিরে চাপা উৎকণ্ঠা। কিন্তু মোহাম্মদ মিঠুন (৪*) ও নাহিদুল (১১*) সব চাপ উতরে রংপুরকে উপহার দেন দারুণ এক জয়। রুশো কিংবা ভিলিয়ার্স নন, বল হাতে তিন উইকেট নেওয়া রংপুরের ফরহাদ রেজা জেতেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৮ রানের মধ্যে জনসন চার্লস (১২) ও মুমিনুল হককে (৪) হারায় রাজশাহী। ১৬ বলে এক চারে ১৪ রান করে ফিরে যান সৌম্য সরকার। ছন্দে থাকা লরি ইভান্স ৩১ বলে পাঁচ চারে করেন ৩৫ রান। ক্রিস্টিয়ান ওঙ্কার (১৬) ফেরেন দুই অঙ্ক ছুঁয়ে। মন্থর ব্যাটিংয়ে ২৪ বলে ১৮ রান করে বিদায় নেন ফজলে মাহমুদ। ২০ বলে দুই ছক্কা ও এক চারে ২২ রান করেন কায়েস আহমেদ। এক বল খেলতে নেমে বাউন্ডারি হাঁকান মোস্তাফিজুর রহমান। রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪১ রান। রংপুরের হয়ে বল হাতে ফরহাদ রেজা ৩০ রানে নেন ৩ উইকেট। শহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম নেন দুটি করে উইকেট। রংপুরের পেসার শফিউল ইসলাম মাত্র ৩ বল করে চোট পেয়ে মাঠ ছাড়েন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads