• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘মাশরাফির দলের সবাই ভালো মানুষ’

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স

ছবি : ইন্টারনেট

বিপিএল

‘মাশরাফির দলের সবাই ভালো মানুষ’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলের সঙ্গে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত বলে জানান। সেই সঙ্গে রংপুর দলের সবাইকে ভালো মানুষও বললেন।

গত সোমবারের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে এনে দেন বিশাল এক জয়। এই জয়ে রংপুরের নকআউট পর্ব প্রায় নিশ্চিত। কিন্তু রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি শেষে ২ ফেব্রুয়ারি দেশে ফিরে যাবেন এই মারকুটে ব্যাটসম্যানকে।

শেষ পর্যন্ত থাকতে না পারায় অনেকটা অতৃপ্তির স্বরে এবি বলেন, ‘আমি শেষ পর্যন্ত খেলতে পারলে খুব খুশি হতাম। আমি এই দলের হয়ে খেলাটা উপভোগ করেছি। এখানকার সবাই খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান এই দলের হয়ে খেলতে পেরে। তারা সবাই খুব ভালো মানুষ, এটা খুবই ভালো ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘আগে এখানে সেখানে মাঝেমধ্যেই আমি কিছুটা অস্বস্তি বোধ করতাম, কারণ সব দলই এ ধরনের নয়। আমি এখানে খুবই আরামে আছি, কেননা আমরা সবাই একই ধরনের চিন্তা করি। তাই আমি ভালো মানুষদের সঙ্গে খেলতে পেরে খুবই উপভোগ করছি।’

তবে রংপুরে শেষ পর্যন্ত খেলতে না পারার কারণ ব্যাখ্যা করেন এবি। তিনি বলেন, এটা অবশ্যই খুব জরুরি যে আমার পরিবার ও ক্রিকেট খেলার মাঝে ভারসাম্য আনা। পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর এ কারণেই আমি এভাবে শিডিউল তৈরি করেছি। তবে আগামী বছর আরো লম্বা চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads