• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ভালো খেলার প্রত্যয় সাব্বিরের

সাব্বির

ছবি : ইন্টারনেট

বিপিএল

ভালো খেলার প্রত্যয় সাব্বিরের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

তার দলে ফেরা নিয়ে সমালোচনা হয়েছে বেশ। কোন বিচারে তিনি দলে- এটা কেউ স্পস্ট করে বলতে পারেননি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, অধিনায়ক মাশরাফির ইচ্ছায় সাব্বির দলে। মাশরাফি বলেছেন, সব দায়িত্ব নির্বাচকদের। আমি তার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছি। আর এক টিভিতে সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কীভাবে সে দলে এলো তা তার বোধগম্য নয়। সব মিলিয়ে ধূম্রজাল পরিস্থিতির মধ্যেই নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাব্বির রহমান রুম্মন। গতকাল বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি। যাওয়ার আগে বলে গেছেন, বিরূপ কন্ডিশনে ভালো করার সর্বোচ্চ চেষ্টা থাকবে তার।  

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞার শাস্তি পুরোপুরি ভোগ না করেই তাসমান সাগরপাড়ে খেলতে গেলেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দলে ডাক পাওয়া নিয়ে আলোচনা এখনো থামেনি। ব্যাট হাতে জ্বলে উঠে সব সমালোচনার জবাবটা কি দিতে পারবেন সাব্বির?

সাব্বির বলেন, ‘জবাব দেওয়া বড় বিষয় নয়। আমি ভালো খেলার চেষ্টা করব। দল যখন যেটা চাইবে সেটা খেলার চেষ্টা করব, যেকোনো পজিশনেই। ওইসব নিয়ে চিন্তা করছি না। পাস্ট ইস পাস্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। অবশ্যই প্রতিদান দেওয়ার চেষ্টা থাকবে। দেখা যাক কী হয়। এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। কন্ডিশন কেমন ধারণা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।’

আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। একাদশে থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তন হবে সাব্বিরের। সুযোগটা কাজে লাগাতে মরিয়া তিনি, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার সেকেন্ড চান্স। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসার জন্য।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads