• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিপিএল

জমকালো বিপিএলের পর্দা উঠছে আজ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠছে আজ রোববার। বিকেল সাড়ে চারটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাতটায় এর উদ্বোধন করবেন। জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবারের বিপিএলের আসর উৎসর্গ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এছাড়া অনুষ্ঠান মাতাবেন সনু নিগম, কৈলাশ খের, মমতাজ ও জেমস।

বিকেল ৫টায় প্রথম বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ৫টা ২৫ মিনিটে মইদুল ইসলাম খান, ৫টা ৩৫ মিনিটে রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ পারফর্ম করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন করবেন।

এ ছাড়া ৭টা ৩০ থেকে ৭টা ৪০ মিনিট ফায়ারওয়ার্ক্স করা হবে, ৭টা ৪৫ মিনিটে সনু নিগম, ৮টা ৩৫ মিনিটে লেজার বিম শো, ৮টা ৫৫ মিনিটে কৈলাশ খের, ৯টা ৩৫ মিনিটে ক্যাটরিনা কাইফ, ১০টায় সালমান খান, ১০টা ২০ মিনিটে সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারফর্ম করবেন। অনুষ্ঠানে এলইডি স্ক্রিনে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত কিছু শর্ট ফিল্ম দেখানো হবে।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন, সবকিছু ভালোভাবে হচ্ছে। আশাকরি সব কিছু সুন্দরভাবেই সম্পন্ন করতে পারব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads