• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মূল্য সংবেদনশীল তথ্য নেই মুন্নু জুট স্টাফলার্সের

এক মাসে মুন্নু জুটের শেয়ার দর বেড়েছে ২১.৫৯%

ডিএসই ওয়েবসাইট

পুঁজিবাজার

মূল্য সংবেদনশীল তথ্য নেই মুন্নু জুট স্টাফলার্সের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ মে ২০১৮

প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কো¤পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে ।

আজ বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি মুন্নু জুট স্টাফলার্সের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ১ হাজার ৫৪২ টাকা ৬০ পয়সা। আর গতকাল কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১ হাজার ৮৭৫ টাকা ৭০ পয়সা। এ হিসেবে এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২৪ টাকা ৪০ পয়সা বা ২১ দশমিক ৫৯ শতাংশ।

মুন্নু জুট স্টাফলার্স ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা।  আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে  হয়েছে ৫২ টাকা ২৫ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ-১৮) সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ইপিএস ছিল ২৩ পয়সা।

১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মুন্নু জুট স্টাফলার্স। ’এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪৬ লাখ টাকা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads