• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সপ্তাহে সর্বাধিক দর বেড়েছে মুন্নু জুট স্টাফলার্সের

গত সপ্তাহে সর্বাধিক দর বাড়া কোম্পানির শীর্ষে ছিল মুন্নু জুট স্টাফলার্স

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

সপ্তাহে সর্বাধিক দর বেড়েছে মুন্নু জুট স্টাফলার্সের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সর্বাধিক দর বাড়া কোম্পানির শীর্ষে ছিল মুন্নু জুট স্টাফলার্সের। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৫৭ শতাংশ। আর গত এ মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ২৯ দশমিক ৫৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গড়ে প্রতিদিন ছিল ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা।

বিশ্লেষণ দেখা যায়, গত ১৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ১ হাজার ৪৯৩ টাকা ৪০ পয়সা। আর গতকাল কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১ হাজার ৯৩৪ টাকা ৪০ পয়সা। এ হিসেবে এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৪০ টাকা ৫৩ পয়সা বা ২৯ দশমিক ৫৩ শতাংশ।

মুন্নু জুট স্টাফলার্সের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছিল ডিএসই। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

মুন্নু জুট স্টাফলার্স ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে জন্য কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আর শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ২৫ পয়সা।

১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মুন্নু জুট স্টাফলার্স। ’এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪৬ লাখ টাকা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads