• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চলতি সপ্তাহে ছয় কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

চলতি সপ্তাহে ছয় কোম্পানির এজিএম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, উত্তরা ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড

আর্থিক খাতের এ কোম্পানির এজিএম আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।  ওই দিন বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ এজিএম অনুষ্ঠিত হবে।  কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আল আরাফাহ ইসলামী ব্যাংক

ব্যাংক খাতের এ কোম্পানির এজিএম আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনের কোম্পানিটির নিজ কার্যালয়ে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ

প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় গাজীপুর কোনাবাড়ির মেঘের ছায়া কনভেনশন সেন্টারে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

আর্থিক খাতের এ কোম্পানির এজিএম আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উত্তরা ব্যাংক

ব্যাংক খাতের এ কোম্পানির এজিএম আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রাইম ব্যাংক

ব্যাংক খাতের এ কোম্পানির এজিএম আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads