• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মার্কেন্টাইল ব্যাংকের লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মে ২০১৮

মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

সোমবার বিএসইসির সভা কক্ষে অনুষ্ঠিত কমিশনের ৬৪৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডিম্যাবল, ফ্লোটিং রেট, আনসিকিউরড, আনলিস্টেড ও সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটির মেয়াদ ৭ বছর। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি কিনতে পারবেন।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টায়ার টু ক্যাপিটাল বেজ এর শর্ত পূরণ করবে ব্যাংকটি।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads