• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মালয়েশিয়ার পুঁজিবাজার থেকে নগদ তুলে নিচ্ছেন বিদেশিরা

মালয়েশিয়ার পুঁজিবাজার থেকে নগদ তুলে নিচ্ছেন বিদেশিরা

প্রতীকী ছবি

পুঁজিবাজার

মালয়েশিয়ার পুঁজিবাজার থেকে নগদ তুলে নিচ্ছেন বিদেশিরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ মে ২০১৮

মাহাথির মোহাম্মদের অবিস্মরণীয় জয়ে চাঙ্গা হয়েছে মালয়েশিয়ার পুঁজিবাজার। কিন্তু এ বিজয় রাস টেনে ধরতে পারছে না পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের নগদ অর্থ তুলে নেওয়ার প্রবণতায়। ২০১৩ সাল থেকে তারা নগদ অর্থ তুলে নিচ্ছেন মালয়েশিয়ার পুঁজিবাজার থেকে। এ ধারা অব্যাহত আছে এখনো।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকার পর অস্থিতিশীলতা নিয়ে শুরু হয় মালয়েশিয়ার পুঁজিবাজারের কার্যক্রম। তবে নির্বাচনপরবর্তী সপ্তাহে দেশটির পুঁজিবাজারে সূচক বেড়েছে দশমিক ৪ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীরা তা সত্ত্বেও গত সপ্তাহে বিক্রি করে দিয়েছেন ৬২ কোটি ৫০ লাখ ডলারের শেয়ার। মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ বুর্সা মালয়েশিয়ার তথ্য অনুযায়ী, এটি ২০১৩ সালের পর মালয়েশিয়ার পুঁজিবাজারে সর্বোচ্চ নগদ বহির্প্রবাহ। মালয়েশিয়ার মূলধন প্রতিষ্ঠান আরেকা ক্যাপিটালের প্রধান নির্বাহী ড্যানি ওয়াং টেক মেং বলেন, বাজার রক্ষায় খুচরা বিনিয়োগকারীদের সঙ্গে মূল লেনদেন করছে স্থানীয় তহবিলগুলো। স্থানীয়রা দেশ সম্পর্কে বিদেশিদের তুলনায় বেশি আশাবাদী। বিনিয়োগকারীদের শান্ত রাখতে পদক্ষেপ নিয়েছেন মাহাথির। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পাঁচ উপদেষ্টা নিয়ে একটি দল গঠন করেছেন। তারা পুঁজিবাজার নিয়ে কাজও শুরু করেছেন। গত শুক্রবার মালয়েশিয়ার পুঁজিবাজারে বিদেশি নগদ আন্তঃপ্রবাহ হয় মাত্র ১ কোটি ৩ লাখ ডলার, যা ৩০ এপ্রিল ছিল ৯৩ কোটি ৭৮ লাখ ডলার।

তবে জ্বালানি তেলের দরবৃদ্ধিতে কিছুটা সুবিধা পেতে পারে মালয়েশিয়া। এটি দেশের সরকার এবং তেল ও গ্যাস ব্যবসায়ীদের রাজস্ব বাড়াতে সহায়তা করবে। অন্যদিকে নির্বাচনের আগে মাহাথির পুঁজিবাজার উন্নত করতে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। মাহাথির তার কথা রাখবেন বলে স্থানীয় তহবিলগুলো আশাবাদী। গত সপ্তাহে বুর্সা মালয়েশিয়া কনজ্যুমার প্রোডাক্ট ইনডেক্স বেড়েছে ৭ দশমিক ৯ শতাংশ, যা রেকর্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads