• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এক দিনেই বার্জার পেইন্টসের দর বেড়েছে ৪০.৯৮%

বার্জার পেইন্টসের লোগো

সংরক্ষিত ছবি

পুঁজিবাজার

এক দিনেই বার্জার পেইন্টসের দর বেড়েছে ৪০.৯৮%

  • প্রকাশিত ২২ মে ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সর্বাধিক দর বেড়েছিল বার্জার পেইন্টস বাংলাদেশের। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছিল ৮৪০ টাকা ১০ পয়সা বা ৪০ দশমিক ৯৮ শতাংশ।

ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত সোমবার বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডার ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ২০০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ টাকা ১০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮৪ টাকা ১১ পয়সা। ৩১ মার্চ ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়াও সভায় কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৭) সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বও, ২০১৭ সময়ে কোম্পানিটির সমন্বিত এনএভি হয়েছে ২৫৫ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে এনএভি ছিল ২৪৯ টাকা ৫১ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গতকাল কোম্পানিটির সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ছিল ২৬ দশমিক ৭৪।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads