• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রাইট শেয়ার ছাড়বে ড্রাগন সোয়েটার

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

রাইট শেয়ার ছাড়বে ড্রাগন সোয়েটার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৮৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা উত্তোলন করবে। আর এর জন্য কোম্পানিটির ৮ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি সাধারণ শেয়ার বিক্রি করতে হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ক্ষমতা বাড়াতে এই টাকা ব্যয় করা হবে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১৬ পয়সা। আর প্রথম ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত  বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৪ পয়সা।

আগামী ২ জুলাই কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে। ওই দিন দুপুর ২ টায় রাজধানীর মালিবাগের ইম্পেরিয়াল হোটেল এ ইজিএম অনুষ্ঠিত হবে।  ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারের অনুমোদনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরেই রাইট শেয়ার ছাড়তে পারবে কোম্পানিটি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads