• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সপ্তাহে সর্বাধিক দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

লিগ্যাসি ফুটওয়্যারের লোগো

ছবি : সংরক্ষিত

পুঁজিবাজার

সপ্তাহে সর্বাধিক দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মে ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সর্বাধিক দর বাড়া কোম্পানির শীর্ষে ছিল লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৪১ শতাংশ। আর গত এ মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ৪৪ দশমিক ৬৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গড়ে প্রতিদিন ছিল ১১ কোটি ৯৫ লাখ টাকা।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ এপ্রিল লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ছিল ৫৭ টাকা ৮০ পয়সা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারটির সমাপনি দর ছিল ৮৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এ সময় শেয়ারটির দর বেড়েছে ৪৪ দশমিক ৬৩ শতাংশ।

সম্প্রতি লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছিল ডিএসই। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-১৭-মার্চ ১৮) সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৫ পয়সা।

তৃতীয় প্রান্তিক সময়ে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই শেয়ার প্রতি লোকসান ছিল ৪ পয়সা।

৩০ জুন, ২০১৭ সময়ে কোম্পানিটির তাদের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

২০০০ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১১ কোটি ৩৭ লাখ টাকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads