• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

আলিফ গ্রুপের লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ জুন ২০১৮

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ২৪ লাখ ২২ হাজার ৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৬ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট সূত্রে এসব তথ্য প্রকাশ করেছে।

’এ’ ক্যাটাগরি থাকা বর্তমানের আলিফ ইন্ডাস্ট্রিজ ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।  কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৫৯ লাখ ৪০ টাকা।

৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।  এছাড়া ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা।  শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ২৪ টাকা ১৪ পয়সায়।

লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।  আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।  সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৩৪ হাজার ১৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের ৮৮ কোটি,  ফার্মা এইডসের ৬১ কোটি ৯৭ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬১ কোটি ৯১ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫৯ কোটি ৬৪ লাখ, বেক্সিমকোর ৫৩ কোটি ৭৫ লাখ, মুন্নু সিরামিক লিমিটেড ৫৩ কোটি ২১ লাখ এবং উসমানিয়া গ্লাসের ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads