• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মেয়াদ শেষ হওয়ায় অবসায়নে যাচ্ছে আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড

মেয়াদ শেষ হওয়ায় অবসায়নে যাচ্ছে আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

মেয়াদ শেষ হওয়ায় অবসায়নে যাচ্ছে আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

মেয়াদ শেষ হওয়ায় অবসায়নে যাচ্ছে আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড। ১০ বছরের মেয়াদ শেষ হওয়ায় আগামী ২৪ জুলাই থেকে এ ফান্ডটির অবসায়নে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। এজন্য সেদিন এ ফান্ডের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর অতিক্রম করায় দেশের ইতিহাসে প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড অবসায়নে যায়। এরপর আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড অবসায়নে যায়। আর দীর্ঘ টানাপড়েনের পর ২০১৫ সালে আইসিবি সিরিজের আটটি মিউচুয়াল ফান্ড অবসায়ন প্রক্রিয়া শুরু করে, যা ২০১৬ সালে শেষ হয়। এর আগে বেশ কয়েক দফায় এসব ফান্ডের মেয়াদ বাড়ানো হয়। পরবর্তী সময়ে দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশের ইউনিট মালিকদের মতামত নিয়ে এইমস প্রথম ও গ্রামীণ ওয়ান স্কিম-১ মিউচুয়াল ফান্ডের আরো ১০ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলেও নিয়ন্ত্রক সংস্থা তা নাকচ করে দেয়। ফলে এ দুটি ফান্ডও অবসায়ন প্রক্রিয়ায় যায়। যদিও মেয়াদ পূর্ণের পর মেয়াদি মিউচুয়াল ফান্ড অবসায়নে যেতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আইনি পথ বেছে নিতে হয় তখন। 

মিউচুয়াল ফান্ড অবসায়নে গেলে এর ইউনিটধারীরা সম্পদ মূল্যের হিসাবে বিনিয়োগের অর্থ ফেরত পাবেন। তবে সম্পদ মূল্য থেকে অবসায়ন প্রক্রিয়ার খরচ সমন্বয় করা হয়।

গতকাল সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যনেজমেন্ট কোম্পানি জানায়, আগামী ২৩ জুলাই আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের পূর্ণ হবে। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ২৪ জুলাই থেকে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে। এ কারণে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আগামী ১৯ জুলাইয়ের মধ্যে ফান্ডটির ইউনিটধারীদের বকেয়া লভ্যাংশ ও রিফান্ডের অর্থ সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে।

গত ২৬ জুন পর্যন্ত সময়ে ১০ টাকা অভিহিত মূল্যের আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা। গতকাল ডিএসইতে এ ফান্ডটির প্রতি ইউনিট ৯ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়েছে। এ ফান্ডটির আকার হচ্ছে ১০০ কোটি টাকা। এ ফান্ড থেকে ইউনিটধারীরা ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পান। ২০০৮ সালে এ ফান্ডটি গঠিত হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads