• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

লিগ্যাসি ফুটওয়্যারের লোগো

ছবি সংগৃহীত

পুঁজিবাজার

সপ্তাহে লিগ্যাসি ফুটওয়্যারের দর বেড়েছে ৪৫.৫৫%

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সর্বাধিক দর বাড়া কোম্পানির শীর্ষে ছিল লিগ্যাসি ফুটওয়্যার।  আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৫ দশমিক ৫৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪৩ কোটি ১৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গড়ে প্রতিদিন ছিল ১০ কোটি ৭৮ লাখ টাকা।

লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছিল ডিএসই। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা।

গত ২৮ জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির পিই রেশিও বা  সার্বিক মূল্য আয় অনুপাত ছিল ৯৮ দশমিক ৭৪।

বিশ্লেষকদের মতে, যে কোম্পানির পিই রেশিও যত বেশি, সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ তত বেশি ঝুঁকিপূর্ণ।

লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১১ কোটি ৩৭ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads