• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

রানার অটোমোবাইলের লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

শেয়ারের দর নির্ধারণে নিলামের অনুমতি পেল রানার অটোমোবাইল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের আবেদনের প্রায় দুই বছর পর শেয়ারের দর নির্ধারণে নিলামের অনুমোদন পেল রানার অটোমোবাইলস লিমিটেড। গতকাল বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অনুমোদনের ফলে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে শেয়ারের প্রান্ত-সীমা (কাট অফ প্রাইস) নির্ধারণ করতে পারবে রানার অটোমোবাইলস। 

গতকাল বিএসইসির নিয়মিত সভা শেষে মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারের দর নিলামের মাধ্যমে রানার অটোমোবাইলসকে প্রান্ত-সীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে বিএসইসি। এর ফলে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে রানার অটোমোবাইলস পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সগ্রহ করা অর্থে কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে আর্থিক বিবরণী অনুযায়ী, রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি আয় (করপরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে) ৩ টাকা ৩১ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৫৫ টাকা ৭০ পয়সা ও পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪১ টাকা ৯৪ পয়সা। এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads