• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

এসকে ট্রিমসের লেনদেন শুরু ১৫ জুলাই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১৫ জুলাই রোববার শুরু হবে। ওই দিন দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে এসকে ট্রিমসের ট্রেডিং কোড হবে ‘SKTRIMS’। আর কোম্পানি কোড হবে 99642।

গত ৮ জুলাই কোম্পানির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে।

এর আগে, গত ১২ জুন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি অনুষ্ঠিত হয়।

গত ১৪ থেকে ২২ মে আইপিও আবেদন গ্রহণ করা হয়।

গত ১০ এপ্রিল কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আবেদন গ্রহণের সম্মতিপত্র পায়। আর ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads