• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এস্কয়ার নিট কম্পোজিট শেয়ারের প্রান্তসীমা ৪৫ টাকা

এস্কয়ার নিট কম্পোজিটের লোগো

ছবি সংগৃহীত

পুঁজিবাজার

এস্কয়ার নিট কম্পোজিট শেয়ারের প্রান্তসীমা ৪৫ টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

বুক বিল্ডিং পদ্ধতিতে এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারের প্রান্তসীমা (কাট অব প্রাইস) নির্ধারণ হয়েছে। টানা তিন দিনের নিলামে ৫০৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণে এ কোম্পানির শেয়ারের প্রান্তসীমা ৪৫ টাকায় নির্ধারণ হয়েছে। গত ৯ জুলাই থেকে টানা ৭২ ঘণ্টার নিলাম শেষে বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের প্রান্তসীমা নির্ধারণ করা হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওই মূল্যে নির্ধারিত শেয়ার বরাদ্দ পাবেন। আর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীরা ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে লটারির মাধ্যমে এ কোম্পানির শেয়ার বরাদ্দ পাবেন।

এস্কয়ার নিট কম্পোজিট বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের প্রান্তসীমা ৪৫ টাকা নির্ধারণ হওয়ায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার বরাদ্দ রাখা হবে। অবশিষ্ট ৫৬ কোটি ২৫ লাখ টাকা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে কোম্পানিটি।

এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারের প্রান্তসীমা নির্ধারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুক বিল্ডিং সিস্টেমে গত ৯ জুলাই বিকাল ৫টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা নিলাম অনুষ্ঠিত হয়। ওই নিলামে ৫০৮টি প্রতিষ্ঠান অংশ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads