• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সাত কোম্পানির পরিচালনা পর্ষদের তারিখ ঘোষণা করা হয়েছে

ছবি: সংগৃহীত

পুঁজিবাজার

সাত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, মার্কন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাটা সু এবং ফাস ফাইন্যান্স লিমিটেড।

পর্ষদ সভায় কোম্পানিগুলোর চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’১৮-জুন’১৮) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে  এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় এ সভা হবে।

ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ জুলাই মে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা ৩৫ মিনিটে এ সভা হবে।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় এ সভা হবে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় এ সভা হবে।

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় এ সভা হবে।

বাটা সুর পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা ৩৫ মিনিটে এ সভা হবে।

ফাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় এ সভা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads