• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ইন্দো-বাংলা ফার্মার আইপিও আবেদন শেষ আজ

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ছবি: সংগৃহীত

পুঁজিবাজার

ইন্দো-বাংলা ফার্মার আইপিও আবেদন শেষ আজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৮

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৯ আগস্ট থেকে কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়।

গত ১৬ জুলাই ইন্দো-বাংলার আইপিওর সম্মতিপত্র পায় কোম্পানিটি। এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৩তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে। উত্তোলিত টাকা অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৩ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads