• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বিবিএস ক্যাবলসের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিবিএস ক্যাবলস লিমিটেডের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

বিবিএস ক্যাবলসের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এ সময়ে বিবিএস ক্যাবলসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে বিবিএস ক্যাবলস। ওই দিন সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুরের কোম্পানির কারখানা প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর ।

বিবিএস ক্যাবলস ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads