• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জয়েন্ট স্টক কোম্পানি ভবনে দুদকের অভিযান

লোগো দুর্নীতি দমন কমিশন (দুদক)

পুঁজিবাজার

জয়েন্ট স্টক কোম্পানি ভবনে দুদকের অভিযান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জয়েন্ট স্টক কোম্পানিতে (যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার একটি টিম এ অভিযান চালায় বলে দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের হটলাইনে (১০৬) এই মর্মে অভিযোগ আসে যে, জয়েন্ট স্টক ভবনে কাঙ্ক্ষিত সেবা পেতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। সহকারী পরিচালক মোছা. সেলিনা আখতার মনি ও উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সা’দাৎ অভিযানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারওয়ান বাজারের টিসিবি ভবনে অবস্থিত জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) পাঁচ ধরনের সেবা নিতে আসেন গ্রাহক। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নাম অন্তর্খুক্তিকরণ ও ছাড়পত্র প্রদান, নিবন্ধন, রিটার্ন ফাইলিং, মর্টগেজ রেজিস্ট্রেশন ও সার্টিফাইড কপি প্রদান। এসব সেবার মূল আবেদন অনলাইনে করার পদ্ধতি ইতোমধ্যে চালু হলেও চূড়ান্ত কপি/সার্টিফিকেট পেতে আরজেএসসি দফতরে গ্রাহকের উপস্থিতি প্রয়োজন। এ সুযোগে কিছু ল ফার্ম গড়ে উঠেছে, যারা সেবাপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তথা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে। অপরদিকে আরজেএসসি দফতরে জনবল ও সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা সঙ্কটও লক্ষ করা গেছে। এসব বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সেবার মান উন্নয়নে পরামর্শ দেয় দুদক টিম।

সম্প্রতি এ অফিসে জালিয়াতির মাধ্যমে কোম্পানির শেয়ারের মালিকানা পরিবর্তনের প্রচেষ্টা চালানোকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়। এরপর থেকে দালালের উৎপাত হ্রাস পায়। অভিযান চলাকালে ল ফামের্র ছদ্মবেশে থাকা দালালরা পালিয়ে যায়।

এ ব্যাপারে দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এ অফিসটি বাংলাদেশের ব্যবসা পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে দেশের ব্যবসাবান্ধব পরিবেশের প্রশ্নে গুরুত্বপূর্ণ। দুদক এ অফিসে সুশাসন আনতে নজরদারিমূলক অভিযান চালিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads