• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
লেনদেন বেড়েছে ডিএসইতে

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

লেনদেন বেড়েছে ডিএসইতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৬৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০০ কোটি ৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৫৩১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৬২টির দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৮৬০ পয়েন্টে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads